বহি: বাংলাদেশ ভ্রমণের আবেদন- সকল ফরম একসাথে
বহি: বাংলাদেশ ভ্রমণের আবেদন- সকল ফরম একসাথে
Foreign Travel Form for Government Employees (All Together)
১ম ধাপঃ অর্জিত ছুটি প্রাপ্যতার আবেদন
বরাবর
অফিসের প্রধানের পদবী
অফিসের নাম
বিষয়: বহি: বাংলাদেশ ভ্রমণের জন্য অর্জিত ছুটি প্রাপ্যতার আবেদন প্রসঙ্গে।
মহোদয়
সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি নিম্ন স্বাক্ষরকারীবহি: বাংলাদেশ (ভারত) তীর্থস্থান
ভ্রমণের জন্য ০১-১৫ নভেম্বর ২০২৩ খ্রি.
তারিখ পর্যন্ত অথবা ভ্রমণের যাত্রার তারিখ হতে ১৫দিন
পর্যন্ত ছুটি প্রার্থনা করছি। যেকারণে
জেলা হিসাব রক্ষণ অফিস হতে বহি: বাংলাদেশ ভ্রমণের জন্য অর্জিত
ছুটি প্রাপ্যতার হিসাব প্রয়োজন।
অতএব, মহোদয়ের নিকট বিনীত প্রার্থনা বহি: বাংলাদেশ ভ্রমণের জন্য অর্জিত ছুটি প্রাপ্যতার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আপনার সদয় মর্জি হয়।
নিবেদক-
স্বাক্ষর
(নিজের পুরো নাম)
পদবী
প্রতিষ্টানের নাম।
সংযুক্তি:
বাংলাদেশ ফরম নং ২৩৯৫ (ছুটির প্রাপ্যতা) ঃ ডাউনলোড করুন নীচের লিংক থেকে
Download from Here (Officers)
Download from Here (Non-Officers)
Download from Here (Form Non-Gazetted]
২য় ধাপঃ
বহি: বাংলাদেশ ভ্রমণের আবেদন
০১. |
আবেদনকারীর নাম (ক) বাংলায় |
: |
আপনার নাম লিখুন |
|
(খ) ইংরেজীতে |
: |
Write Your Name |
|
(গ) জাতীয় পরিচয়পত্র নম্বর |
: |
123 345 6789 |
|
(ঘ) পাসপোর্টে নম্বর |
|
OC 1234567 |
০২. |
পিতা/স্বামীর নাম |
: |
পিতার নাম লিখুন |
০৩. |
পদবী ও অফিসের ঠিকানা |
: |
প্রধান শিক্ষক |
০৪. |
বেতন ক্রম, স্কেল ও
বর্তমান মূল বেতন |
: |
১০তম; (১৬,০০০-৩৮,৬৪০); ৪৯,৯৮০। |
০৫. |
যে দেশ ভ্রমণ করবেন (যে স্থানসমুহ ভ্রমণ করবেন তা উল্লেখ করতে হবে) |
: |
ভারত |
০৬. |
প্রস্তাবিত ভ্রমণের মেয়াদ
(ভ্রমন শুরু এবং শেষ তারিখসহ) |
: |
১০-২৪ অক্টোবর ২০২৩ |
০৭. |
ছুটির
প্রাপ্যতা (প্রস্তাবিত সফরের
পূর্ব দিন পর্যন্ত অর্জিত ছুটি) |
: |
ছুটির প্রাপ্যতা ফরম সংযুক্ত |
০৮. |
যদি পরিবারের কোন সদস্য বা
অন্য কাউকে সঙ্গে নিয়ে যেতে চান (তাঁর/তাঁদের নাম (বাংলা ও ইংরেজীতে) বয়স ও
আবেদনকারীর সঙ্গে সম্পর্ক উল্লেখ করতে
হবে। |
: |
১) জামাল করিম বয়স: ১২ বছর;
সম্পর্ক: পুত্র। পাসপোর্ট নং: EF 01234567 |
০৯. |
ভ্রমণের উদ্দেশ্য |
: |
তীর্থস্থান ভ্রমন। |
১০. |
শেষবার
কবে ঐ দেশ সফর করেছেন এবং কত দিনের জন্য |
: |
পূর্বে ভারত ভ্রমন করা হয়
নাই। |
১১. |
আনুমানিক খরচের পরিমান
(বাস্তবতার নিরিখে) |
: |
৬০,০০০ টাকা |
১২. |
প্রস্তাবিত ভ্রমণের খরচ
কীভাবে (অর্থের উৎস) মিটানো হবে |
: |
ব্যক্তিগত |
|
আবেদনকারীর স্বাক্ষর তারিখ: |
: |
আপনার নাম পদবী প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা ফোন: ০১১১০-০০০০০০ |
১৩। |
সরকারের তরফ হতে কোন প্রকার বৈদেশিক মুদ্রা ব্যয় হবে
না এই মর্মে প্রত্যয়নসহ মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর/অফিস প্রধানের সুপারিশ |
: |
সংস্থা বা সরকারের তরফ হতে কোন প্রকার বৈদেশিক মুদ্রা
ব্যয় হবে না মর্মে প্রত্যয়নসহ সুপারিশ করা হলো। |
|
বিভাগীয়/শাখা প্রধানের স্বাক্ষর ও সীল মোহর |
|
করপোরেশনের প্রধান ব্যক্তির স্বাক্ষর ও সীল মোহর |
অঙ্গীকারনামাঃ
কর্মস্থলে প্রত্যাবর্তনের অঙ্গীকারনামা
আমি -----------------------, পদবী, ----------------------------------
এই মর্মে অঙ্গীকার করছি যে, আমি যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে প্রার্থিত সময়
(১০-২৪ অক্টোবর ২০২৩ অথবা ভ্রমণের শুরুর তারিখ হতে ১৫ দিন) বহি: বাংলাদেশ (ভারত)
ভ্রমণ শেষে দেশে প্রত্যাবর্তন করে কর্মস্থলে যোগদান করব।
আপনার নাম
পদবী
প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা
বহি: বাংলাদেশ ভ্রমণ ও ছুটির আবেদনঃ
বরাবর
মহাপরিচালক
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
মিরপুর, ঢাকা।
মাধ্যম: যথাযথ কর্তৃপক্ষ।
বিষয়: বহি: বাংলাদেশ ভ্রমণ ও ছুটির আবেদন।
মহোদয়,
বিনীত নিবেদন, আমি নিম্ন স্বাক্ষরকারী
পরিবারের সদস্যসহ বহি: বাংলাদেশ (ভারত) তীর্থস্থান ভ্রমণে যেতে চাই। এ জন্য ১০-২৪
অক্টোবর ২০২৩, যাত্রার তারিখ হতে ১৫ দিন পর্যন্ত দেশত্যাগ ও আমার অর্জিত ছুটি
মঞ্জুরের জন্য আবেদন করছি। ভ্রমণের যাবতীয় ব্যয়ভার ব্যক্তিগতভাবে আমি বহন করবো।
অতএব
আমাকে প্রার্থিত ছুটিসহ দেশত্যাগের অনুমতি প্রদানে মহোদয়ের মর্জি হয়।
আপনার নাম
পদবী
প্রতিষ্ঠানের
নাম ও ঠিকানা
সংযুক্তি:
১. পুরণকৃত বহি: বাংলাদেশ ভ্রমণের আবেদন ফরম।
২. কর্মস্থলে প্রত্যাবর্তনের অঙ্গীকারনামা
৩. বাংলাদেশ ফরম নং ২৩৯৫ (ছুটির প্রাপ্যতা)
৪. জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত অনুলিপি।
৫. পাসপোর্টের সত্যায়িত অনুলিপি।
মতামত দিন