চাকরি

ণত্ব ও ষত্ব বিধান

ণত্ব ও ষত্ব বিধান

ণ-ত্ব বিধান কাকে বলে?

যে বিধি অনুসারে তৎসম শব্দে ‘ণ’ এর ব্যবহার হয় এবং অতৎসম শব্দে ‘ণ” এর ব্যবহার না হয়ে ‘ন” এর ব্যবহার হয়, তাকে ণ-ত্ব বিধি বা ণ-ত্ব বিধান বলে।

 

ণ-ত্ব বিধান বা ণ ব্যবহারের নিয়ম

 

   ১. ট-বর্গীয় ধ্বনির আগে ন যুক্ত হয়ে যুক্তব্যঞ্জন গঠিত হলে তা ‘ণ’ হয়।

অর্থাৎ, ট, ঠ, ড, ঢ, ণ- এদের আগে ন যুক্ত হয়ে যুক্তব্যঞ্জন গঠিত হলে সেই ‘ন’, ‘ণ’ হয়।

যেমন- কণ্ঠ, ঘণ্টা, লণ্ঠন, কান্ড, ইত্যাদি।

 

২.  তৎসম শব্দে ঋ, র, ষ- এদের পরে ‘ণ’ হয়।

যেমন- ঋণ, তৃণ (ত+ঋ+ণ+অ), বর্ণ (ব+অ+র+ণ+অ), বর্ণনা, কারণ, মরণ, ব্যকরণ, ভীষণ, ভাষণ, উষ্ণ (উ+ষ+ণ)।

  ৩. ঋ, র, ষ- পর যদি কোন স্বরবর্ণ, ক-বর্গ,প-বর্গ,য,ব,হ, ং ধ্বনি থাকে, তার পর ‘ণ’ হয়।

যেমন- শ্রবণ,পরিবহণ, পরিমাণ, রোপণ, ভ্রমণ, দর্পন, গ্রহণ,ব্রাহ্মণ, নির্মাণ, গৃহিনী, রামায়ণ ইত্যাদি।

৪. ঋ,র,ষ-এর পর চ-বর্গ,ত-বর্গ,ট-বর্গের কোনো বর্ণ থাকলে এরপর ণ না হয়ে ন হবে।

যেমন- রচনা, রটনা, প্রার্থনা, আবর্জনা ইত্যাদি।

৫. সমাসবদ্ধ শব্দে ণ-ত্ব বিধান খাটে না। যেমন- ত্রিনয়ন,সর্বনাম,দুর্নাম ইত্যাদি।

৬. বাংলা (দেশি), তদ্ভব ও বিদেশি শব্দের বানানে মূর্ধন্য-ণ লেখার প্রয়োজন হয় না।

যেমন- কর্নেল,গভর্নর ইত্যাদি।

৭. কিছু কিছু শব্দে স্বভাবতই মূর্ধন্য-ণ হয় । যেমন-

চাণক্য মাণিক্য গণ          বাণিজ্য লবণ মণ

বেণু বীণা কঙ্কণ কণিকা

কল্যাণ শোণিত মণি         স্থাণু গুণ পূণ্য বেণী

             ফণী অণু বিপণি গণিকা

আপণ লাবণ্য বাণী          নিপুণ ভণিতা পাণি

             গৌণ কোণ ভাণ পণ শাণ

চিক্কণ নিক্কণ তূণ             কফোণি বণিক গুণ

              গণনা পিণাক পণ্য বাণ

 

 

ষ-ত্ব বিধান কাকে বলে?

তৎসম শব্দের বানানে ‘ষ’-এর সঠিক ব্যবহারের নিয়মই ষ-ত্ব বিধান।

 

ষত্ব বিধান বা ষ ব্যবহারের নিয়ম

 

১. অ/আ ছাড়া অন্য স্বরধ্বনি এবং ক,র-এর পরের ‘স’, ‘ষ’ হয়।

অর্থাৎ, ই, ঈ, উ, ঊ, ঋ, এ, ঐ, ও, ঔ, ক, র- এদের পরে স থাকলে তা ষ হয়।

যেমন- ভবিষ্যৎ (ভ+অ+ব+ই+ষ+য+ত্), মুমূর্ষু (ম+উ+ম+ঊ+র+ষ+উ), চক্ষুষ্মান (চ+অ+ক+ষ+উ+ষ+ম+আ+ন), চিকীর্ষা (চ+ই+ক+ঈ+র+ষ+আ), নিষুতি, ইত্যাদি।

 

২. ই-কারান্ত ও উ-কারান্ত উপসর্গের পরে প্রায়ই ষ হয়।

অর্থাৎ, যে সব সংস্কৃত উপসর্গের শেষে ই-কার বা উ-কার আছে, সেসব উপসর্গযোগে গঠিত শব্দে প্রায়ই ষ হয়।

যেমন- অভিসেক> অভিষেক (এখানে উপসর্গ অভি, অ+ভ+ই- ই-কারান্ত উপসর্গ)। এরকম- সুসুপ্ত> সুষুপ্ত, অনুসঙ্গ> অনুষঙ্গ, প্রতিসেধক> প্রতিষেধক, প্রতিস্থান> প্রতিষ্ঠান (দন্ত্য স-র সঙ্গে দন্ত্য ধ্বনি থ যুক্ত হয়। আর মূর্ধণ্য ষ-এর সঙ্গে মূর্ধণ্য ধ্বনি ঠ যুক্ত হয়েছে।), অনুস্থান> অনুষ্ঠান, বিসম> বিষম, সুসমা> সুষমা

 

৩. ঋ ও র-এর পরে ষ হয়। যেমন- ঋষি, কৃষক (ক+ঋ+ষ+অ+ক), তৃষ্ণা (ত+ঋ+ষ+ণ+আ), উৎকৃষ্ট, বৃষ্টি (ব+ঋ+ষ+ট+ই), দৃষ্টি (দ+ঋ+ষ+ট+ই), কৃষ্টি, সৃষ্টি, বর্ষা (ব+অ+র+ষ+আ), বর্ষণ

 

৪. ট ও ঠ-এর সঙ্গে যুক্ত হলে ষ হয়। যেমন- কষ্ট, স্পষ্ট, নষ্ট, কাষ্ঠ, ওষ্ঠ,নিষ্ঠুর,ষষ্ঠ ইত্যাদি।

 

৫. কতোগুলো শব্দে স্বভাবতই ষ হয়। যেমন-

অভিলাষ ,আষাঢ়, আভাষ, ঈষৎ, ঊষা, ঊষর,ঔষধ, ঔষধি,কলুষ, কোষ,তোষণ, দ্বেষ,পাষন্ড, পাষাণ, পোষণ, পৌষ,ভাষা, ভাষ্য, ভাষণ, ভূষণ,মানুষ ,রোষ, শোষণ ,সরিষা,ষন্ড, ষোড়শ, ষড়যন্ত্র, ষটচক্র ইত্যাদি।

গল্পচ্ছলে এগুলো মনে রাখার টেকনিক-

বাষ্পহীন আষাঢ়ের ঊষাকালে সরিষা ক্ষেতে মহিষ চরে। ঔষধ খেয়ে পঙ্গু মানুষেরা অভিলাষ হয়, রোষ ভুলে ষোড়শ ভূষন পরবে সে আগামী পৌষে।

 

৬. বিদেশি শব্দে কখনোই ‘ষ’ হয় না। যেমন- জিনিস, পোশাক, মাস্টার, পোস্ট, ফটোস্ট্যাট,স্টেশন, স্টুডিও ইত্যাদি।

 

৭. সংস্কৃত ‘সাৎ’ প্রত্যয় যুক্ত হয়ে গঠিত শব্দেও ‘ষ’ হয় না।

অর্থাৎ, যেসব শব্দের শেষে ‘সাৎ’ শব্দাংশটি আছে, সেখানে সাৎ বানানে ষ হয় না।

 যেমন- অগ্নিসাৎ, ধূলিসাৎ, ভূমিসাৎ

 

 

প্রাথমিক শিক্ষক নিয়োগে বিগত পরীক্ষায় আসা প্রশ্নসমূহ-

১. কোনটি শুদ্ধ বানান?

ক) আনুষঙ্গিক P

খ) আনুসঙ্গিক

গ) অনুষঙ্গিক

ঘ) আনূষঙ্গিক

২. কোনটি শুদ্ধ বানান?

ক) কৃষিজিবি

খ) কৃষিজীবি

গ) কৃষীজিবি

ঘ)P কৃষিজীবী

৩. কোন শব্দটির বানান সঠিক?

ক) দোষণীয়

খ) *দূষণীয়

গ) দূষনিয়

ঘ) দোষনীয়

৪. কোনটি শুদ্ধ বানান?

ক) শশিভূসন

খ) *শশিভূষণ

গ) শসিভূষন

ঘ) শশিভুসণ

৫. কোনটি শু্দ্ধ বানান ?

ক) *দূষণ

খ) দুষণ

গ) দূশন

ঘ) দুশন

৬. নিচের কোন শব্দে ‘ণ’ এর ভুল প্রয়োগ রয়েছে?

ক) মাণিক্য

খ) গণ

গ) *ক্রন্দণ

ঘ) চাণক্য

৭. কোনটি শুদ্ধ বানান?

ক)* নির্নিমেষ

খ) নির্ণিমেষ

গ) ণির্নিমেষ

ঘ) ণির্ণিমেষ

৮. কোনটি শুদ্ধ বানান?

ক) প্রেরন

খ) গ্রহন

গ) *ধরন

ঘ) ধারনা

৯. কোনটি শুদ্ধ বানান?

ক) গননা

খ) গনণা

গ) গণণা

ঘ) *গণনা

১০. কোন বানানটি শুদ্ধ ?

ক) রূপায়ন

খ) রুপায়ন

গ)* রূপায়ণ

ঘ) ‍রুপায়ণ

১১. কোনটি শুদ্ধ বানান?

ক) মনহারিণি

খ)* মনোহারিণী

গ) মনোহারিনি

ঘ) মনোহারিণি

১২. কোনটি শুদ্ধ বানান?

ক) *প্রণিপাত

খ) নির্মান

গ) কৃপান

ঘ) রূপায়ন

১৩. কোনটি শুদ্ধ বানান?

ক) গৃহিনী

খ) গৃহীনী

গ) গৃহিনি

ঘ)* গৃহিনী

১৪. শুদ্ধ বানান কোনটি?

ক) আভ্যন্তরীণ

খ) অভ্যন্তরীন

গ) *অভ্যন্তরীণ

ঘ) অভ্যন্তরিন

১৫. কোনটি শুদ্ধ বানান?

ক) *অন্বেষণ

খ) অন্বেষন

গ) অন্বেশেন

ঘ) অন্বেসণ

১৬. কোনটি শুদ্ধ বানান?

ক) লুন্ঠন

খ) দন্ড

গ) কন্টক

ঘ) *স্পন্দন

১৭. কখন ‘ন’ হয় না ?

ক) ক বর্গের আগে

খ) *ট বর্গের আগে

গ) ত বর্গের আগে

ঘ) ব বর্গের আগে

 

বিগত শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আসা প্রশ্নসমুহ-

১. ণ-ত্ব বিধি সাধারণত কোন শব্দে প্রযোজ্য ?

ক) দেশি

খ) বিদেশি

গ)* তৎসম/সংস্কৃত

ঘ) তদ্ভব

২. কোন বানানটি শুদ্ধ ?

ক) ব্যাকরন

খ) ব্যকারণ

গ)* ব্যাকরণ

ঘ) ব্যাকারন

৩. নিচের কোন বানানে মূর্ধন্য ‘ণ’ এর ব্যবহার হয়েছে?

ক) মধ্যাহ্ন

খ) বিপন্ন

গ)* তৃষ্ণা

ঘৃ) রত্ন

৪. নিচের কোন বানানটি শু্দ্ধ নয় ?

ক) সমীচীন

খ) সান্ত্বনা

গ) মুর্মূষু

ঘ)* ফটোষ্ঠ্যাটৎ

৫. কোন প্রত্যয়যুক্ত পদে মূর্ধন্য ‘ষ’ হয় না ?

ক)* সাৎ

খ) সা

গ) ষ্ণে

ঘ) ষ্ণিক

৬. নিচের কোন বানানটি শুদ্ধ ?

ক) চক্ষুস্মান

খ) *চক্ষুষ্মান

গ) চক্ষুশ্মান

ঘ) চক্ষুষ্মাণ

 

বিগত অন্যান্য পরীক্ষায় আসা প্রশ্নসমূহ-

১. শু্দ্ধ বানান বিশিষ্ট শব্দ কোনটি ?

ক) আশির্বাদ

খ) *ভবিষ্যৎ

গ) দীর্ঘজীবি

ঘ) পিপিলীকা

২. নিত্য মূর্ধন্য-‘ষ’ কোন শব্দে বর্তমান ?

ক) কষ্ট

খ) উপনিষৎ

গ) কল্যাণীয়েষু

ঘ) *আষাঢ়

৩. শুদ্ধ বানানটি হচ্ছে-

ক) নিসুতী

খ) নিসুতি

গ) নিষুতী

ঘ) *নিষুতি

৪. বাংলা বানানের নিয়ম অনুসারে নিচের কোনটি শুদ্ধ ?

ক) গভর্ণর

খ) *গভর্নর

গ) গবর্ণর

ঘ) ত্রিহায়ণ

৫. কোন বানানটি শুদ্ধ ?

ক) চানক্য

খ)* চাণক্য

গ) চানোক্য

ঘ) মাণ্য

৬. কোন বানানটি শুদ্ধ ?

ক) সম্পুর্ণ

খ) সম্পুর্ন

গ)* সম্পূর্ণ

ঘ) সম্পূর্ন

মতামত দিন

নিউজলেটার

থাকার জন্য আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন।