ডাউনলোড

শ্রান্তি বিনোদন ছুটি আবেদন (নমুনা) ও প্রয়োজনীয় কাগজপত্র

শ্রান্তি বিনোদন ছুটি আবেদন (নমুনা) ও প্রয়োজনীয় কাগজপত্র

Application form for grant of Recreation Allowance
 
শ্রান্তি বিনোদন ছুটির বিধিবিধানঃ

নির্ধারিত ছুটি বিধিমালা ১৯৫৯-এর ৩(১)(ii), বাংলাদেশ চাকরি (বিনোদনভাতা) বিধিমালা ১৯৭৯ ও অর্থ বিভাগের ১২/০৭/১৯৯৯ খ্রিস্টাব্দ তারিখের ১৭৬ নং স্মারক অনুযায়ী ১৫দিনের শ্রান্তি বিনোদন ছুটি ও ০১ মাসের মূল বেতনের সমপরিমান অর্থ শ্রান্তি বিনোদন ভাতা প্রদান করা হয়। ছুটির প্রাপ্যতা সাপেক্ষে আবেদনকারীর আবেদনের তারিখ হইতে পরবর্তী তিন বৎসর হিসাব করিতে হইবে কোন কর্মচারী যে মাসে ছুটিতে যাবেন সেই মাসে যে মূল বেতন প্রাপ্য হবেন। এটিই তাঁর চিত্ত বিনোদন ছুটির বিধি সম্মত একমাসের বেতন বলিয়া গণ্য হবে।

 

কখন ও কত পরিমাণ ভাতা পাবেন?

Ø  সরকারি চাকরিজীবি তার যোগদানের তারিখ হতে প্রতি ৩ তিন বছর পর পর ১৫ দিনের ছুটিসহ এক মাসের মুল বেতনের সমপরিমাণ অর্থ পেয়ে থাকে। এটিই শ্রান্তি ও বিনোদন ছুটি ।

Ø  3111328 কোড হতে শ্রান্তি বিনোদন ভাতা (Rest and recreation allowance) পরিশোধ করা হয়।

শ্রান্তি ও বিনোদন ভাতা প্রাপ্যতার ক্ষেত্রে বিবেচ্য বিষয়ঃ

Ø  চাকুরীতে নিয়োগের তারিখ,

Ø  বিগত শ্রান্তি ও বিনোদন ছুটি শুরুর তারিখ,

Ø  ছুটি শেষ হওয়ার পরের দিনের তারিখ,

Ø  আবেদন পত্রের তারিখ।


যেভাবে আবেদন করবেনঃ
বরাবর
অফিস প্রধানের পদবী,
প্রতিষ্ঠানের ঠিকানা।

{মাধ্যম: যথাযথ কর্তৃপক্ষ।]

বিষয়: শ্রান্তি বিণোদন ছুটি মঞ্জুরীর জন্য আবেদন।

মহোদয়,
যথাবিহীত সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী অত্র প্রতিষ্ঠানে কর্মরত একজন কর্মকর্তা। আমি গত ০৯.০৫.২০২০ ইং তারিখ হতে ২৩.০৫.২০২০ খ্রিস্টাব্দ তারিখে শ্রান্তি বিণোদন ছুটি ভোগ করেছি। সে মোতাবেক আমি এই বছর রমজানের ছুটিতে শ্রান্তি বিনোদন ছুটি প্রাপ্য হই বিধায় আমি আগামী ০৭.০৪.২০২৪ ইং হতে ২১.০৪.২০২৪ খ্রিস্টাব্দ  তারিখ পর্যন্ত শ্রান্তি বিণোদন ছুটি ভোগ করতে ইচ্ছুক।

অতএব, মহোদয়ের নিকট প্রার্থনা এই যে, আমার আগামী ০৭.০৪.২০২৪ ইং হতে ২১.০৪.২০২৪ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত শ্রান্তি বিণোদন ছুটি মঞ্জুরীর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আপনার সদয় মর্জি হয়।



বিনীত

স্বাক্ষর ও তারিখ
(আপনার পুরো নাম)
আপনার পদবী
প্রতিষ্ঠানের নাম।




GOVT. OF THE PEOPLE’S REPUBLIC OF BANGLADESH

MINISTRY OF FINANCE

 

Application form for grant of Recreation Allowance with one-month pay to Gazetted/Non-gazetted staffs as per Notification No.81-1/79/MF/R-11/73-79 dated 17-3-79 of Ministry of Finance.

 

1.

Name of Govt. Servant

:

YOUR NAME

2.

Designation

:

YOUR DESIGNATION

3.

Date of fist entry into Govt. Service

:

 

4.

Date of appointment of the present post

:

 

5.

Length of service in the present post

:

 

6.

Present basic Pay & Scale

:

Basic Pay- Tk.

Scale: Tk-

7.

Whether any recreation allowance was drawn previously? If so, mention the period

:

07.07.2023

8.

Date from which leave prayed for

:

07 APRIL to 21 APPRIL, 2024

 

                                                Name of vacation: Ramadan Vacation.

 

I do hereby undertake that the above particulars furnished by me are true.

                                                                  

 

                                                                                       Signature

Dated:                                                         Designation: ...........................

                                                                   Name of office: ......................

 

RECOMMENDATION OIF THE CONCERNED OFFICE

 

          Recommended that the applicant may kindly be granted Recreation Leave and allowance during the Ramadan vacation with effect from 07 APRIL to 21 APPRIL, 2024 mentioned one month’s pay taka= 27,100/- (Twenty Thousand One Hundred taka) only.

                                                                            

            Signature


নীচের লিংক থেকে আবেদন ফরম দু'টি ডাউনলোড করতে পারবেন।

  • Download Word File
  • Download PDF File




মতামত দিন

নিউজলেটার

থাকার জন্য আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন।