বি.এড

সমগ্রক কী ও এর প্রকারভেদ

সমগ্রক কী ও এর প্রকারভেদ (Population ant its types)

সমগ্রক কী?

সমগ্রকের ইংরেজি পরিভাষা হলো ‘Population’। সমজাতীয় উপাদান বা এককের সমষ্টিকে সমগ্রক বলা হয়। সমগ্রক হলো একই ধরনের বৈশিষ্ট্যপূর্ণ অনেকগুলো উপাদানের সমষ্টি যা থেকে নমুনা নির্বাচন করা হয়। যেমন- শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর, সংখ্যা, বয়স, উচ্চতা ইত্যাদি।

Polit and Hungler (1999)-এর মতে,

“The population as an aggregate or totality of all the objects, subjects or members tha confirm to a set of specification.”

অর্থাৎ কোন নির্দিষ্ট গুণাবলী বিশিষ্ট প্রাণী, বস্তু, বিষয় বা ঘটনার সমাহারকে সমগ্রক। সমগ্রককে তথ্য-বিশ্বও বলা যেতে পারে। গবেষণার তথ্যানুসন্ধানের ক্ষেত্রের কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্য বা গুণাবলিসম্পন্ন সব উপাদানের সমাহারকে তথ্য সমগ্রক বলা হয়। সংক্ষেপে বলা যায়, সমগ্রক হলো অনুসন্ধান ক্ষেত্রের সমগ্র বিষয়বস্তু।

সমগ্রকের শ্রেণিবিভাগ

সমগ্রককে দুটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। যথা-

১. সসীম বা নির্দিষ্ট সমগ্রক (Finite Population): ব্যক্তি, বস্তু প্রভৃতি সংখ্যা সুনির্দিষ্ট থাকে।

২. অসীম বা অনির্দিষ্ট সমগ্রক (Infinite Population): বস্তু বা রাশির সংখ্যা নির্দিষ্ট থাকে না।

মতামত দিন

নিউজলেটার

থাকার জন্য আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন।