বিদ্যালয়ে শিশু ভর্তি ও নিয়মিত উপস্থিতি
প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ | Primary
Teachers Training
Child Admission and Regular Attendance
বিদ্যালয়ে শিশু ভর্তি ও নিয়মিত
উপস্থিতি
বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি
নিশ্চিতকরণের উপায় হিসাবে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে?
✨ বিদ্যালয় এলাকার
সকল শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা তৈরি করতে হবে;
✨ ওয়ার্ডভিত্তিক শিশু
জরিপ করতে হবে;
✨ স্কুলে গমনোপযোগী
সকল শিশুর তালিকা তৈরি করতে হবে;
✨ ০-১৪ বছর বয়সী সকল
শিশুকে জরিপের আওতায় আনতে হবে;
✨ সংশ্লিষ্ট স্কুলে
ভর্তিকৃত শিশুর সংখ্যা নির্ণয় করতে হবে;
✨ অন্যান্য শিক্ষা
প্রতিষ্ঠানে ভর্তিকৃত শিশুর সংখ্যা নির্ণয় করতে হবে;
✨ জরিপকৃত যেসব শিশু
কোন শিক্ষা প্রতিষ্ঠানেই ভর্তি হয়নি তাদের তালিকা তৈরি করতে হবে;
✨ অভর্তিকৃত শিশুদের
বিদ্যালয়ে ভর্তির জন্য তাদের অভিভাবক, এসএমসি ও পিটিএ
সদস্য এবং স্থানীয় জনগণকে সচেতন করার মাধ্যমে;
✨ হোম ভিজিটের
মাধ্যমে;
✨ তৃতীয় থেকে পঞ্চম
শ্রেণির শিক্ষার্থীদের দল করে দিয়ে;
✨ মসজিদ ও মন্দির
ভিত্তিক প্রচারণার ব্যবস্থা করে;
✨ ইউনিয়নের ওয়ার্ড
মেম্বারদের অভর্তিকৃত ছাত্রদের তালিকা দিয়ে ভর্তি করার দায়িত্ব প্রদান করে।
ভর্তিকৃত শিক্ষার্থীদের নিয়মিত
উপস্থিতি নিশ্চিতকরণের উপায় হিসাবে কী কী পদক্ষেপ নেওয়া
যেতে পারে?
✨ অনিয়মিত ও অনুপস্থিত
শিক্ষার্থীদের তালিকা তৈরি করে হোমভিজিট জোরদার করতে হবে;
✨ বিদ্যালয়ে অধিক
উপস্থিতির জন্য শিশু ও তার মাকে পুরস্কৃত করতে হবে।
✨ অভিভাবকদের সাথে মোবাইলে যোগাযোগ করে;
✨ স্কুলে আসার পথে
প্রতিবন্ধকতা থাকলে তা দূর করার মাধ্যমে যেমন: স্কুল ভ্যানের ব্যবস্থা করা,
এসএমসি সভায় তা উপস্থাপন ও এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করে;
✨ প্রতিটি
শিক্ষার্থীকে বিদ্যালয়ের কাজে দায়িত্ব বন্টন করে দেওয়ার মাধ্যমে শ্রেণিপাঠকে
আকর্ষণীয় করে;
✨ শ্রেণিকক্ষকে
সুসজ্জিতকরণ ও শিশুবান্ধব করে তোলার মাধ্যমে;
✨ মিডডে মিল চালু
করার মাধ্যমে;
✨ বিদ্যালয়ের প্লেইং
এক্সেসরিজ এর ব্যবস্থা রাখা;
✨ সহশিক্ষাক্রমিক
কার্যক্রমের আয়োজন;
✨ স্টুডেন্ট
কাউন্সিলের মাধ্যমে;
✨ মা/অভিভাবক সমাবেশ
করে;
✨ উঠান বৈঠকের
মাধ্যমে;
✨ অনিয়মিত শিশুদের
বিদ্যালয়ে উপস্থিতির জন্য তাদের অভিভাবক, এসএমসি ও পিটিএ
সদস্য এবং স্থানীয় জনগণকে সচেতন করার মাধ্যমে।
মতামত দিন