বিদ্যালয় শিশু জরিপ ও ক্যাচমেন্ট ম্যাপ
প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ | Primary
Teachers Training
School Child Survey and Catchment Map
বিদ্যালয় শিশু জরিপ ও ক্যাচমেন্ট ম্যাপ
বিদ্যালয় শিশু জরিপ কী?
বিদ্যালয় এলাকার গমনোপযোগী সকল শিশুর ভর্তি নিশ্চিত করার লক্ষ্যে খানাভিত্তিক তথ্য সংগ্রহ করার কার্যক্রমই শিশু জরিপ। ১৯৯০ সালে সর্বপ্রথম 'বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন' বাস্তবায়নকল্পে ভর্তি উপযোগী শিশুদের হালনাগাদ অবস্থা জানতে শিশু জরিপ কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়।
এর মাধ্যমে বিদ্যালয় ক্যাচমেন্ট এলাকার ০ থেকে ১৪ বছর বয়সী সকল ধরনের শিশুদের তথ্য
সংগ্রহ করা হয়ে থাকে। জাতীয় পর্যায়েও শিশু জরিপের কার্যক্রম কয়েক বছর অন্তর অন্তর
পরিচালিত হয়ে থাকে। শিশু জরিপ কার্যক্রমের সাথে আবশ্যিকভাবে তিনটি বিষয় জড়িত রয়েছে। যেমন-
১) শিশু জরিপ ফরম,
২) ক্যাচমেন্ট এরিয়া,
৩) ক্যাচমেন্ট এরিয়ার ম্যাপ সংশ্লিষ্ট।
স্কুল ক্যাচমেন্ট কী?
সংশ্লিষ্ট
স্কুলে গমনোপযোগী শিশুর খানা/পরিবারের নির্দেশক এলাকার সমন্বয়ে বাধ্যতামূলক
প্রাথমিক শিক্ষা ওয়ার্ড কমিটি/ইউনিয়ন কমিটি-এর সুপারিশ মোতাবেক নির্ধারিত এলাকাকে
স্কুল ক্যাচমেন্ট এলাকা বলে।
ক্যাচমেন্ট এরিয়া ম্যাপ কী?
যে ম্যাপে
কোনো স্কুলের ক্যাচমেন্ট এরিয়ার ৪ থেকে ১০ বছর বয়সী সকল শিশুর বিভিন্নমুখী অবস্থান
(সংশ্লিষ্ট) স্কুলে পড়া/অন্য স্কুলে পড়া/না পড়া) নির্ণয় করে তাদের খানা চিহ্নিত
করা হয় তাকে ক্যাচমেন্ট এরিয়া ম্যাপ বলে।
স্কুল
ক্যাচমেন্ট এরিয়া ম্যাপে যা যা থাকে। সেগুলো হলঃ
✨ বিভিন্ন
শিক্ষাপ্রতিষ্ঠান,
✨ গুরুত্বপূর্ণ স্থান, এলাকা ইত্যাদির ভৌগোলিক অবস্থান এবং
✨ ভর্তিকৃত/অভর্তিকৃত
শিশুর বিভিন্নমুখী তথ্য সাংকেতিক চিহ্ন।
শিশু জরিপের গুরুত্বঃ
১.শিশুদের
বিদ্যালয়মূখী করা;
২.শিক্ষার্থীদের
উপস্থিতি নিশ্চিত করা;
৩.শিক্ষার্থীর
ঝরে পড়া রোধ করা;
৪.অভিভাবক
ও শিক্ষকের মধ্যে সুসম্পর্ক তৈরি করা;
৫.বয়সভিত্তিক
শিশুর তথ্য জানা যায়;
৬.শিক্ষার্থী
তথা ছেলে/ মেয়ের তথ্য পাওয়া যায়;
৭.সরকারি
বিভিন্ন জরিপে সহায়তা করা;
৮.নির্দিষ্ট
বয়সে শিক্ষার্থী ভর্তি করা;
৯.ক্যাচমেন্ট
এরিয়ার শিশু অন্য বিদ্যালয়ে গমন করেছে কিনা তা জানার জন্য;
১০.বিশেষ
চাহিদা সম্পন্ন শিশুদের আলাদাভাবে চিহ্নিত করা;
১১.৪+/৫+
শিশুদের প্রাক প্রাথমিক ভর্তির জন্য বিশেষভাবে সহায়ক হয়।
বিদ্যালয় শিশু জরিপ ও স্কুল
ক্যাচমেন্ট ম্যাপের প্রয়োজনীয়তা
✨ স্কুল ক্যাচেমন্ট
এরিয়ার স্কুল গমনোপযোগী সকল শিশুর খানা চিহ্নিত করা যাবে;
✨ চিহ্নিত খানায়
বিভিন্ন বিদ্যালয় ভর্তিকৃত এবং ভর্তি না হওয়া শিশুদের চিহ্নিত করা যাবে;
✨ অভর্তিকৃত শিশুদের
ভর্তির পদক্ষেপ নেওয়া যাবে, অনিয়মিত শিক্ষার্থীকে চিহ্নিত
করে নিয়মিত করার পদক্ষেপ নেওয়া যাবে;
✨ যোগাযোগ
প্রতিবন্ধকতা চিহ্নিত করা যাবে ও ব্যবস্থা নেওয়া যাবে;
✨ এলাকার বিভিন্ন
শিক্ষা প্রতিষ্ঠান, গুরুত্বপূর্ণ স্থান ও ভৌগোলিক অবস্থান
চিহ্নিত করার মাধ্যমে ভবিষ্যৎ পরিকল্পনা করা যাবে;
✨ তৃতীয় থেকে পঞ্চম
শ্রেণির শিক্ষার্থীরা স্কুল ক্যাচমেন্ট এরিয়া ম্যাপ থেকে নিজেদের খানার অবস্থান
জানতে পারবে এবং নিয়মিত শিক্ষার্থী উপস্থিতি মনিটরিং কার্যক্রমে শিক্ষকগণকে সহায়তা
করতে পারবে;
✨ এক নজরে শিশু জরিপ
ভর্তি ও উপস্থিতি তথ্য সংকেতের মাধ্যমে পাওয়া যাবে বিধায় শিক্ষা বিভাগের যে কোন
কর্মকর্তা এমনকি এলাকাবাসীরাও শিক্ষার্থীর ভর্তি, নিয়মিত
উপস্থিতি ও ঝরেপড়া শিশু সম্বন্ধে ধারণা পাবেন।
এ ধরনের আরও পোস্ট পড়ুনঃ
👀 এসএমসি-বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি
👀 শিক্ষক অভিভাবক সমিতি (পিটিএ)
👀 প্রধান শিক্ষকের
দায়িত্ব ও কর্তব্য
👀 স্লিপ
(SLIP) কী? এর গঠন প্রক্রিয়া ও লক্ষ্য-উদ্দেশ্য
👀 SAC কমিটি ও এর কার্যপরিধি
👀 পিইডিপি-৪ কী? এর লক্ষ্য ও উদ্দেশ্য
মতামত দিন