বিটিপিটি

স্টুডেন্টস কাউন্সিল ও এর গঠন প্রক্রিয়া

প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ | Primary Teachers Training

Student Council and its formation process

স্টুডেন্টস কাউন্সিল ও এর গঠন প্রক্রিয়া

বর্তমানে প্রাথমিক স্তরে অত্যন্ত গুরুত্বের সহিত স্টুডেন্টস কাউন্সিল ও এর গঠন প্রক্রিয়া চালু রয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলী বিকশিত করা এবং তাদেরকে দায়িত্ববান সুনাগারিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে স্টুডেন্টস কাউন্সিল গঠনের উদ্যোগ গ্রহণ করা হয়৷ ২০১০ সাল থেকে নিয়মিতভাবে স্টুডেন্ট কাউন্সিল গঠন করা হচ্ছে।

স্টুডেন্টস কাউন্সিল কী?

প্রাথমিক বিদ্যালয় স্টুডেন্টস কাউন্সিল দেশে প্রাথমিক শিক্ষার গুণগতমান উন্নয়নের ক্ষেত্রে একটি অনন্য উদ্ভাবনীমূলক পদক্ষেপ৷ প্রাথমিক বিদ্যালয় থেকেই শিক্ষার্থীদের মাঝে গণতন্ত্রের চর্চা এবং অন্যের মতামতের প্রতি সহিষ্ণুতা ও শ্রদ্ধা আনয়নে স্টুডেন্টস কাউন্সিলের ভূমিকা গুরুত্বপূর্ণ৷ তাছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন কর্মকান্ডে শিক্ষার্থীদের অংশগ্রহণ; ক্রীড়া, সংস্কৃতিসহ শিক্ষা সহায়ক কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ; এবং  শিক্ষার্থীদের ভর্তি ও ঝরেপড়া রোধে সহযোগিতাসহ শিক্ষকদের বিভিন্ন কাজে সহায়তা করতে পারছে নির্বাচিত স্টুডেন্টস কাউন্সিল৷

স্টুডেন্ট কাউন্সিল গঠনের উদ্দেশ্য :

শিশুকাল থেকে গণতন্ত্রের চর্চা এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হওয়া;

অন্যের মতামতের প্রতি সহিষ্ণুতা এবং শ্রদ্ধা প্রদর্শন;

বিদ্যালয়ের শিখন শেখানো কার্যক্রমে শিক্ষকমন্ডলীকে সহায়তা করা;

বিদ্যালয়ে ১০০% ছাত্রছাত্রী ভর্তি ও ঝরেপড়া রোধে সহযোগিতা করা;

শিখন শেখানো কার্যক্রমে শিক্ষার্থীদের মাধ্যমে অভিভাবকদের সম্পৃক্ত করা;

বিদ্যালয়ের পরিবেশ উন্নয়ন কর্মকান্ডে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা৷

স্টুডেন্টস কাউন্সিলের গঠন প্রক্রিয়া :

ছাত্রছাত্রীদের সরাসরি ভোটে নির্বাচিত প্রত্যেক স্টুডেন্টস কাউন্সিলে ৭ জন নির্বাচিত প্রতিনিধি থাকবে যারা একবছর মেয়াদের জন্য দায়িত্বপ্রাপ্ত হবেন৷

৩য় শ্রেণি থেকে ৫ম শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রছাত্রীরা নির্বাচনে প্রার্থী হবে এবং ৩য় থেকে ৫ম শ্রেণি পর্যন্ত প্রতি শ্রেণি থেকে কমপক্ষে ২ জন প্রতিনিধি নির্বাচিত হবে৷

প্রতিবছর জানুয়ারি-ফ্রেব্রুয়ারি মাসে স্টুডেন্টস কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচিতদের মধ্যে একজন প্রধান প্রতিনিধি হিসেবে মনোনীত হবেন৷

প্রতি শ্রেণিকক্ষ/শাখা থেকে (১ম-৫ম শ্রেণি) ১ জন ছাত্র ও ১ জন ছাত্রীকে সহযোগী প্রতিনিধি হিসেবে মনোনীত করা হয় যারা স্টুডেন্টস কাউন্সিলের কাজে সহযোগিতা করে থাকে৷

স্টুডেন্টস কাউন্সিল নির্বাচনে নির্বাচন কমিশনার, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার এবং শৃখলার দায়িত্ব বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরাই পালন করে৷ শিক্ষক ও স্কুল ব্যবস্থাপনা কমিটি এবং অভিভাবকগণ এ বিষয়ে সহযোগিতা করেন৷ নির্বাচনে মুদ্রিত পোস্টার ও প্রতীক ব্যবহার করা হয় না৷

স্টুডেন্ট কাউন্সিলের কর্মক্ষেত্র ও দায়িত্ব বণ্টন :

বিদ্যালয়ের প্রধান ৭টি কার্যক্রমের দায়িত্বে ছাত্র-ছাত্রীদের সরাসরি ভোটে নির্বাচিত ৭ জন প্রতিনিধি থাকবে৷ দায়িত্বের ক্ষেত্র/কার্যক্রম নিম্নরূপ :

১. পরিবেশ সংরক্ষণ (বিদ্যালয়, আঙ্গিনা ও টয়লেট পরিস্কার এবং বর্জ্য ব্যবস্থাপনা);

২. পুস্তক এবং শিখন সামগ্রী;

৩. স্বাস্থ্য;

৪. ক্রীড়া ও সংস্কৃতি;

৫. পানি সম্পদ;

৬. বৃক্ষরোপণ, বাগান তৈরি ইত্যাদি;

৭. অভ্যর্থনা ও আপ্যায়ন৷

বিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট বিদ্যালয়ের চাহিদা এবং প্রয়োজনের নিরিখে নতুন কার্যক্রম সংযুক্ত করতে পারবে৷ তবে এক্ষেত্রে সর্বমোট পোর্টফলিও-ও সংখ্যা ৭ এর বেশি হবে না৷

স্টুডেন্টস কাউন্সিলের সভা :

স্টুডেন্টস কাউন্সিল প্রতিমাসে কমপক্ষে একবার সভা করবে৷ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে শিক্ষকগণ কোনরূপভাবে প্রভাব বিস্তার করতে পারবেন না৷ তারা শুধুমাত্র সহায়কের ভূমিকা পালন করবেন৷ নির্বাচনের পর প্রথম সভায় কর্মবণ্টন, সহযোগী সদস্য মনোনয়ন, বাত্সরিক কর্ম-পরিকল্পনা প্রণয়ন করবে৷ প্রতি ৬ মাস পর বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীদের উপস্থিতিতে স্টুডেন্টস কাউন্সিল এর সাধারণ সভা অনুষ্ঠিত হবে৷ সাধারণ সভায় ছাত্রছাত্রীগণ নির্বাচিত প্রতিনিধদের কর্মকান্ড সম্পর্কে মতামত দেবে, দায়িত্ব পালনে ব্যর্থ/অপারগকারী নির্বাচিত সদস্যগণ পদত্যাগ করবে এবং শূন্যপদে অধিক ভোটপ্রাপ্ত পরবর্তী প্রার্থীকে স্টুডেন্টস কাউন্সিলের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হবে৷

শিক্ষকের দায়িত্ব :

স্টুডেন্টস কাউন্সিল গঠন, নির্বাচন এবং এতদসংক্রান্ত কার্যক্রমে সকল শিক্ষক প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা প্রদান করবেন৷ এক্ষেত্রে প্রধান শিক্ষক একজন সহকারী শিক্ষককে সমন্বয়কারী হিসেবে নিয়োগ দিতে পারেন৷

প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল গঠনের বর্তমান অবস্থা :

  • ২০১০ সনে ১৯টি জেলার ২০টি উপজেলায় ১০০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরাসরি নির্বাচনের মাধ্যমে দেশে প্রথমবারের মত প্রাথমিক বিদ্যালয় স্টুডেন্টস কাউন্সিল গঠন করা হয়৷ ২০১০ সনে প্রথম বারের মতো নির্বাচিত স্টুডেন্ট কাউন্সিলের সার্বিক কার্যক্রমে শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের মাঝে ব্যাপক আগ্রহ এবং উত্সাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়৷
  • ২০১১ সনে ৭৪৩টি বিদ্যালয়ে,
  • ২০১২ সালে ১৩,৫৮৩টি বিদ্যালয়ে,
  • ২০১৩ সালে ৪৬,৭৭৩টি বিদ্যালয়ে,
  • ২০১৪ সালে ৬১,১৯১টি বিদ্যালয়ে,
  • ২০১৫ সালে ৬৪,২২৩টি বিদ্যালয়ে,
  • ২০১৬ সালে ৬৪,৭৯০টি বিদ্যালয়ে সারাদেশে একযোগে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়৷

তথ্যসূত্র:

  • প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল ম্যানুয়াল, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রকাশিত।
  • প্রাথমিক বিদ্যালয় স্টুডেন্টস কাউন্সিল এবং প্রাথমিক শিক্ষায় সাফল্য ও উন্নয়ন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রকাশিত বুকলেট- ২০১০।

মতামত দিন

নিউজলেটার

থাকার জন্য আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন।