বিদ্যালয়ে ওয়াশব্লক ব্যবহার ও রক্ষণাবেক্ষণ কৌশল
প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ | Primary
Teachers Training
Wash blocks in schools
বিদ্যালয়ে ওয়াশব্লক ব্যবহার ও
রক্ষণাবেক্ষণ কৌশল
মলমূত্র
ত্যাগ মানুষের জীবনের একটি স্বাভাবিক প্রক্রিয়া। অনেকে উন্মুক্ত স্থানে বা যেখানে
সেখানে মলমূত্র ত্যাগ করে আবার অনেকে ল্যাট্রিন ব্যবহার করলেও এর সঠিক ব্যবহার করে
না। সঠিকভাবে ল্যাট্রিন ব্যবহার ও পরিষ্কার-পরিচ্ছন্ন না রাখলে দুর্গন্ধ বের হয়
এবং বিভিন্ন সংক্রামক ব্যাধির প্রাদুর্ভাব ঘটে। ছোট বড় সকলেই বিভিন্ন সময় এসব রোগে
আক্রান্ত হয়। মলমূত্রের দুর্গন্ধ মানসিক অসুস্থতারও সৃষ্টি করে। তাই বিদ্যালয়ে
স্থাপিত টয়লেট বা ওয়শব্লক ব্যবহার ও এগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কৌশল জানতে
হবে সকল শিক্ষককে এবং শিক্ষার্থীদেরও অংশগ্রহণমূলক কাজের মাধ্যমে শেখাতে হবে।
ল্যাট্রিন/ওয়াশব্লক ব্যবহারের সঠিক
নিয়ম:
✨ সব সময় স্যান্ডেল পায়ে দিয়ে ল্যাট্রিনে যেতে হবে;
✨ প্যানের ছিদ্রের দুই পাশে পা রেখে বসতে হবে;
✨ প্যানের ছিদ্রের দিকে পিছন দিয়ে বসতে হবে;
✨ মলত্যাগের আগে সামান্য পানি ঢেলে প্যানটি ভিজিয়ে
নিতে হবে;
✨ ল্যাট্রিনে পানির কল থাকলে, ডান হাতে পানির কল খুলতে হবে;
✨ ল্যাট্রিনের ভেতর পানির কল না থাকলে পানির
ব্যবস্থা করতে হবে;
✨ বদনা ডান হাতে ধরতে হবে;
✨ ল্যাট্রিনের ভেতরে সাবান বা ছাই এর ব্যবস্থা
রাখতে হবে;
✨ ল্যাট্রিন জলাবদ্ধ না হলে ব্যবহারের পর প্যান বা
ছিদ্রটি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে;
✨ জলাবদ্ধ ল্যাট্রিনের ক্ষেত্রে মলত্যাগের পর
যথেষ্ট পরিমাণ পানি ঢালতে হবে;
✨ ল্যাট্রিন ব্যবহারের পর অবশ্যই হাত ভালো করে
সাবান বা ছাই দিয়ে ধুয়ে পরিষ্কার করতে হবে।
ল্যাট্রিন/ওয়াশব্লক পরিষ্কার-পরিচ্ছন্ন
রাখা ও রক্ষণাবেক্ষণ করার উপায়:
✨ প্রত্যেকবার ল্যাট্রিন ব্যবহারের পর প্যানে
ভালোভাবে পর্যাপ্ত পানি দিয়ে পরিষ্কার করতে হবে;
✨ প্রতিদিন ল্যাট্রিন ঝাড় দেওয়া এবং পানি দিয়ে পরিষ্কার করতে হবে;
✨ ল্যাট্রিন নিয়মিত ব্লিচিং
পাউডার বা জীবাণুনাশক দিয়ে ধুয়ে পরিষ্কার করতে হবে;
✨ ল্যাট্রিন পরিষ্কারের সময় লাঠি বা শক্ত কিছু
ব্যবহার করা যাবে না;
✨ ল্যাট্রিন ব্যবহারে সহযোগিতামূলক প্রক্রিয়ায়
ছেলেদের দিয়ে ছেলেদের ল্যাট্রিন আর মেয়েদের দিয়ে মেয়েদের ল্যাট্রিন পরিষ্কার করতে
হবে।
মতামত দিন