হোস্টেল বিধিমালা
হোস্টেল বিধিমালা
Hostel Rules
বিটিপিটি (পরিমার্জিত ডিপিএড) একটি আবাসিক
প্রশিক্ষণ। প্রশিক্ষণ চলাকালিন পিটিআইতে অবস্থান করতে হয়। বাংলাদেশের বিভিন্ন পিটিআইগুলোতে
পুরুষ ও মহিলাদের জন্য আলাদা হোস্টেল রয়েছে। উক্ত হোস্টেলে অবস্থান করে প্রশিক্ষণ কার্যক্রমটি
সুচারুভাবে সম্পন্ন করার জন্য হোস্টেল বিধিমালা রয়েছে। এ লক্ষ্যে পিটিআই কর্তৃপক্ষ
কিছু হোস্টেল বিধিমালা প্রণয়ন করেন যা কিছুক্ষেত্রে ভিন্নতা থাকলেও বেশিরভাগ একই ধরণের
হয়ে থাকে। নিম্নে এগুলোর কিছু গুরুত্বপূর্ণ বিধিমালা আলোচনা করা হলো:
👀
হোস্টেল কক্ষ বিধিমালা মেনে চলতে হবে। যেমন-
- নিজ নিজ ব্যবহার্য
জিনিসপত্র পরিচ্ছন্ন ও পরিপাটিভাবে গুছিয়ে রাখতে হবে।
- উচ্চস্বরে কথা
বলা, পড়া, গান গাওয়া বা বাজানো থেকে বিরত থাকতে হবে।
- কক্ষে ধূমপান সম্পূর্ণভাবে নিষেধ।
- কক্ষের ফ্যান ছেড়ে কাপড়া শুকানো যাবে না
- কক্ষের ভেতর
তাস বা জুয়া খেলা কিংবা আড্ডা যাবে না।
- দেয়ালে কোনো কিছু লেখা বা ছবি আঁকা যাবে না কিংবা অশালীন ছবি
টানানো যাবে না।
👀 জমাকৃত ময়লা
হোস্টেলের বাইরে কিংবা নির্ধারিত স্থান ডাস্টবিন বা ঝুড়িতে ফেলতে হবে।
👀 অন্যের ব্যবহার্য জিনিস ব্যবহার করা থেকে
বিরত থাকতে হবে।
👀 হোস্টেল সদস্য ছাড়া বাইরের কেউ হোস্টেল
কক্ষে যেতে পারবেন না।
👀 মহিলারা পুরুষ হোস্টেল এবং পুরুষেরা মহিলা হোস্টেল যাতায়াত করতে
পারবেন না।
👀 সন্তান-সন্ততি বা মেহমানসহ হোস্টেলে
অবস্থান কিংবা আপ্যায়ন করা যাবে না।
👀 মহিলাদের অভিভাবক ছাড়া অন্য কাউকে হোস্টেলের ভেতর সাক্ষাতের অনুমতি
দেয়া যাবে না।
👀 দিনের নির্দিষ্ট সময়সীমার মধ্যে সাক্ষাৎ
শেষ করতে হবে। যথাযথ কারণ ছাড়া সন্ধ্যার পরে হোস্টেলের বাইরে যাওয়া বা থাকা
যাবে না।
👀 দুর্ঘটনা বা অসুস্থতাজনিত কারণে বাইরে
যেতে হলে হোস্টেল সুপারকে অবহিত করতে হবে।
👀 কক্ষ ত্যাগের পূর্বে লাইট ও ফ্যানের সুইচ
বন্ধ করে যেতে হবে।
👀 লন্ড্রি বা হিটার ব্যবহার সম্পূর্ণভাবে
নিষেধ।
👀 বাথরুম ও টয়লেট ব্যবহারের পর পর্যাপ্ত পানি
ব্যবহার করবেন।
👀 ব্যবহৃত সাবান, শ্যাম্পু অথবা অন্য কোন
ধরণের প্যাকেট বাথরুমে বা কমোডে ফেলা যাবে না।
👀 গোসল বা কাপড় ধোয়ার পর বাথরুমের পরিছন্নতা
নিশ্চিত করবেন।
👀 হোস্টেল ত্যাগের সময় মুভমেন্ট রেজিস্টার নিয়মিত ব্যবহার করতে হবে এবং
রেজিস্টারে সময়, গন্তব্যের স্থান ও উদ্দেশ্য এবং মোবাইল নম্বর লিখে যেতে হবে।
👀 ডাইনিং এর খাবার কোনো অবস্থাতেই হোস্টেল কক্ষে
নেয়া যাবে না।
👀 নির্ধারিত সময়ে ডাইনিং হলে এসে খাবার
খেতে হবে।
👀 পুরুষেরা শিক্ষার্থীরা খালি গায়ে কিংবা
শুধু গেঞ্জি পরে ডাইনিং হলে কিংবা বাহিরে যাবেন না এবং মহিলা শিক্ষার্থীরা স্লিপিং
ড্রেস বা ম্যাক্সি পরে ডাইনিং অথবা হলের সামনে ঘুরাঘুরি করবেন না।
👀 ছুটিতে যাওয়ার সময় নিজ দায়িত্বে খাবার
মিল বন্ধ ও আসার পর তা চালু করবেন।
👀 হোস্টেল পরিস্কার-পরিচ্ছন্নতার কাজে সার্বিক সহযোগিতা
করবেন।
👀 সর্বদা গণতান্ত্রিক মনোভাব বজায় রাখার পাশাপাশি অন্যের
মতামতের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন।
👀 শৃঙ্খলা পরীপন্থী কর্মকান্ডে নিজেকে
জড়াবেন না কিংবা অন্য কাউকে প্রশ্রয় দিবেন না ।
মতামত দিন