শিশুতোষ খেলা: রেলগাড়ি ঝিক্ ঝিক্

শিশুতোষ খেলা: রেলগাড়ি ঝিক্ ঝিক্

Kid's Game: Railgari Jhik Jhik

রেলগাড়ি ঝিক্ ঝিক্ খেলার নিয়মাবলিঃ

Ø  শিশুরা লাইনে দাঁড়িয়ে একজনের কাঁধে আরেকজন হাত রেখে লম্বা রেলগাড়ি বানাবে।

Ø  শিক্ষক মুখে.....পুঁ-উ-উ-উ-উ-উ-উ ঝিক্ ঝিক্ বলবেন এবং রেলগাড়ী চলতে থাকবে। রেলগাড়ির সামনে যে শিশুটি থাকবে সে হবে ইঞ্জিন। ইঞ্জিন যেভাবে অঙ্গভঙ্গি করে রেলগাড়ি চালাবে অন্যরা সবাই একই অঙ্গভঙ্গি করবে। শিক্ষকের কাছে বিভিন্ন স্টেশনের নাম লেখা কার্ড থাকবে, যেমন- নখপুর, চুলপুর, দাঁতপুর, কানপুর, চোখপুর, নাকপুর ইত্যাদি নামের স্টেশন। শিক্ষক রেলগাড়ির সামনে গিয়ে একটি কার্ড উঁচু করে ধরবেন ও তা জোরে জোরে পড়বেন। যেমন- নখপুর স্টেশন। কার্ড দেখার পর শিশুদের তৈরি রেলগাড়ি ধীরে ধীরে স্টেশনে এসে থামবে।

Ø  স্টেশনে থামার পর শিক্ষক এক এক করে সবা শিশুর নখ পরীক্ষা করবেন। যাদের নখে ময়লা আছে বা নখ বড় ?তাদেরকে রেলগাড়ি থেকে নেমে যেতে বলবেন এবং শিশুরা লাইন থেকে সরে স্টেশনে দাঁড়িয়ে থাকবে।

Ø  আবার শিক্ষক পুঁ-উ-উ-উ-উ-উ-উ ঝিক্ ঝিক্ বললে রেলগাড়ি আবার চলতে শুরু করবে।

Ø  এভাবে শিক্ষক একে একে সব কার্ড দেখাবেন এবং একইভাবে তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা পরীক্ষা করবেন। যারা স্টেশন পার হতে পারবে অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন তারাই জিতবে।

Ø  শিশুরা খেলাটিতে অভ্যস্ত হয়ে গেলে শিশুদের মধ্য থেকেই পর্যায়ক্রমে একেকজনকে দিয়ে খেলাটি পরিচালনার ব্যবস্থা করবেন।

Ø  যে সব শিশু স্টেশন পার হতে পারেনি তাদেরকে পরবর্তী দিনেই পরিষ্কার-পরিচ্ছন্ন হয়ে আসতে উৎসাহিত করবেন যাতে সকল স্টেশন পার হতে পারে।

Ø  এখানে কয়েকটি নমুনা স্টেশনের নাম দেওয়া হয়েছে। শিক্ষক শিশুদের পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়টি বিবেচনায় এনে আরও বিভিন্ন স্টেশনের নাম ব্যবহার করতে পারবেন।

 

মতামত দিন

নিউজলেটার

থাকার জন্য আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন।