শিল্পকলা

কাব-স্কাউটের লক্ষ্য-উদ্দেশ্য, কাব প্রতিজ্ঞা, আইন ও মটো

কাব-স্কাউটের লক্ষ্য-উদ্দেশ্য, কাব প্রতিজ্ঞা, আইন ও মটো
স্কাউট আন্দোলনের উদ্দেশ্য

স্কাউট আন্দোলনের উদ্দেশ্য হল, ছেলে মেয়েদের শারীরিক, বুদ্ধিবৃত্তিক, সামাজিক, আধ্যাত্মিক ও মানসিক দিকগুলোর পরিপূর্ণ অন্তর্নিহিত ক্ষমতা বিকাশে অবদান রাখা, যাতে করে তারা ভারসাম্যপূর্ণ ব্যক্তি, দায়িত্বশীল নাগরিক এবং স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সদস্য হিসেবে জীবন যাপন করতে পারে।

স্কাউট আন্দোলনের মূলনীতি

স্কাউট আন্দোলন তিনটি মূলনীতির উপর প্রতিষ্ঠিত। যথা :

১) স্রষ্টার প্রতি কর্তব্য পালন (আধ্যাত্মিক দিক)

২) অপরের প্রতি কর্তব্য পালন (সামাজিক দিক)

৩) নিজের প্রতি কর্তব্য পালন (ব্যক্তিগত দিক)।

 বাংলাদেশ স্কাউটের লক্ষ্য

১) স্কাউটিং পদ্ধতি ও স্কাউট আন্দোলনের বিশ্ব সংস্থার (ওয়ার্ল্ড অর্গানাইজেশন অব দ্য স্কাউট মুভমেন্ট)  অনুসৃত নিয়মে প্রশিক্ষণ দিয়ে শিশু-কিশোর/কিশোরীদের ও যুবক/ যুবতীদের বিশ্বাসী, সৎ, চরিত্রবান, আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা।

২) দেশের অভ্যšতরে বাংলাদেশ স্কাউটসের সমভাবাপন্ন অরাজনৈতিক, সামাজিক ও অসা¤প্রদায়িক যুব প্রতিষ্ঠান বিশেষত বাংলাদেশ গার্ল গাইডসের সংগে বন্ধুত্বমূলক ও পরিপূরক সম্পর্ক বজায় রাখা।

৩) বহির্বিশ্বে স্কাউট আন্দোলনের বিশ্বসংস্থা, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় ¯কাউট অঞ্চল ও বিভিন্ন জাতীয় স্কাউট সংস্থার সঙ্গে মতামত, স্কাউট, স্কাউটার ও ট্রেইনার বিনিময় করে আন্তর্জাতিক সহযোগিতা ও সৌহার্দ্য বৃদ্ধি করা।

বয়সভিত্তিক স্তরবিন্যাস:

স্কাউট আন্দোলন সব বয়সী ছেলে মেয়েদের জন্য উন্মুক্ত। সুষ্ঠুভাবে পরিচালনার সুবিধার্থে বাংলাদেশে স্কাউটিং তিনটি শাখায় বিভক্ত। যথা:

কাব-স্কাউট: যে সকল কিশোর-কিশোরীদের বয়স ৬ বছরের বেশি কিন্তু ১১ বছরের কম, তারা কাব স্কাউটের  সাথে সম্পৃক্ত থাকবে।

স্কাউট: যে সকল বালক-বালিকার বয়স ১১ বছর বা তার চেয়ে বেশি কিন্তু ১৭ বছরের কম, তারা স্কাউটের  সাথে সম্পৃক্ত থাকবে।

রোভার: যে সকল তরুণ-তরুণী কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়ে অথবা যাদের বয়স ১৭ বা তার চেয়ে বেশি কিন্তু ২৫ বছরের কম, তারা রোভারের সাথে সম্পৃক্ত থাকবে।

কাব স্কাউট প্রতিজ্ঞা

আমি প্রতিজ্ঞা করছি যে,

আল্লাহ ও আমার দেশের প্রতি কর্তব্য পালন করতে

প্রতিদিন কারো না কারো উপকার করতে

কাব স্কাউট আইন মেনে চলতে

আমি আমার যথাসাধ্য চেষ্টা করব।

(আল্লাহ শব্দের পরিবর্তে নিজ নিজ ধর্মীয় বিশ্বাস অনুসারে সৃষ্টিকর্তার নাম উচ্চাারণ করা যাবে)

 কাব আইন:

বড়দের কথা মেনে চলা।

নিজেদের খেয়ালে কিছু না করা।

মটো (কাব-স্কাউট, স্কাউট ও রোভার একত্রে):

সেবার জন্য সদা প্রস্তুত থাকতে যথাসাধ্য চেষ্টা করা

সুষ্ঠুভাবে অনুসরণের জন্য স্কাউট ও রোভারদের মধ্যে মটোকে নিম্নলিখিতভাবে ভাগ করা হয়েছে-

 কাব মটো-যথাসাধ্য চেষ্টা করা

 স্কাউট মটো-সদা প্রস্তুত

 রোভার মটো-সেবা

 এ ধরনের আরও পোস্ট পড়ুনঃ

 কাব  স্কাউটিংয়ের ধারণা ও পটভূমি

 কাব-স্কাউটের লক্ষ্য-উদ্দেশ্যকাব প্রতিজ্ঞাআইন ও মটো

 প্রাত্যহিক সমাবেশ ও শপথ বাক্য

মতামত দিন

নিউজলেটার

থাকার জন্য আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন।